রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বীমার আওতায় বন্যাবীমার দাবি পরিশোধ 

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জলবায়ু ঝুঁকি বীমার আওতায় বন্যাবীমার দাবি পরিশোধ 

কুড়িগ্রামে প্রান্তিক কৃষক ও কৃষি শ্রমিকদের আর্থিক সুরক্ষার জন্য জলবায়ু ঝুঁকি বীমার আওতায় বন্যা বীমার দাবি পরিশোধ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

রোববার (৩০ জুন) গণ উন্নয়ন কেন্দ্র, অক্সফাম ইন বাংলাদেশের আয়োজনে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুড়িগ্রাম পৌরমেয়র মো. কাজিউল ইসলাম। 

এ সময় উপস্থিত ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, স্টোকহোল্ডারসহ কৃষক প্রতিনিধি সাংবাদিকরা। 

অনুষ্ঠানে যাত্রাপুর ইউনিয়নের ৮৯১ জন প্রান্তিক কৃষকদের পর্যায়ক্রমে চার লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশ টাকা বীমা দাবি পরিশোধ করা হয়েছে। পরে গণসচেতনতা বৃদ্ধিতে লোকসঙ্গীত ও নাটক প্রদর্শন করা হয়।

টিএইচ